নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুর সংগঠনের সাঁকরাইল ব্লকের সভাপতি দায়িত্ব পেলেন বিশ্বরঞ্জন মাহাতো ।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে ও তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার প্রাক্তন যুবসভাপতি শান্তনু ঘোষ মহাশয়ের উদ্দেগ্যে । সাঁকরাইল ব্লকের সদ্য দায়িত্ব প্রাপ্ত সাঁকরাইল কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন মাহাতো এবং ঝাড়গ্রাম জেলা কমিটির কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সদস্যদের বাদল ষোড়ঙ্গি , বিধান বেরা , ভোলানাথ মাহাতো মহাশয়দের পুষ্প স্তবক ও দলীয় উত্তরীয় দিয়ে সংর্বধনা দেওয়া হলো ।
