নেতাজি সুভাষচন্দ্র বসু 125 তম জন্মদিন রচনা ও জীবনী (Netaji Subhas Chandra Bose Biography In Bengali pdf)
ভারত মাতার এই পবিত্র ভূমিতে অনেক বীর এবং মহান বক্তিরা জন্ম নিয়েছেন এবং তাঁদের মধ্যেই অন্যতম একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের স্বাধীনতার পেছনে এই বীর এবং মহান বক্তিটির কতটা অবদান রয়েছে তা আমরা সকলেই জানি। এই চলতি বছরে আমরা তাঁর ১২৫ তম জন্ম বার্ষিকী পালন করতে চলেছি। এবং সেই কারণেই আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে এসেছি। তবে সবার প্রথমে তাঁর জীবনীটি সংক্ষেপে একটি টেবিলের মাধ্যমে দেখেনি।
নাম | সুভাষচন্দ্র বসু |
উপাধি | নেতাজি |
কে ছিলেন | 1. ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন সংগ্রামী। 2. আজাদ হিন্দ ফৌজের সংগঠক ও সর্বাধিনায়ক। 3. রাজনীতিবিদ। 4. সিভিল সার্ভিস অফিসার। |
পিতার নাম | জানকীনাথ বসু |
মাতার নাম | প্রভাবতী বসু |
রাজনৈতিক গুরু | চিত্তরঞ্জন দাশ |
জন্ম তারিখ | ২৩-শে জানুয়ারি, ১৮৯৭ |
জন্ম স্থান | ওড়িশার কটক শহরে |
শিক্ষা | ব্যাচেলর অফ আর্টস (B.A) |
বিদ্যালয় | 1. র্যাভেনশো কলেজিয়েট স্কুল, কটক, ওড়িশা, ভারত। 2. প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুল। |
বিশ্ববিদ্যালয় | 1. প্রেসিডেন্সি কলেজ, কলকাতা 2. স্কটিশ চার্চ কলেজ 3. ফিটজউইলিয়াম কলেজ |
বিখ্যাত স্লোগান | 1. “তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব” 2. “দিল্লি চলো” |
জাতীয়তা | ভারতীয় |
ধর্ম | হিন্দু ধর্ম |
জাতি | বাঙালি |
মৃত্যু | ১৯৪৫ সালের ১৮-ই আগস্ট (মনে করা হয়) |