JJM NEWS DESK : মঙ্গলবার নদীয়ার কল্যাণীতে কর্মীদের নিয়ে সভা চলাকালীন আক্রান্ত হন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রাম পদ দাস। তৃণমূলী হার্মাদরা এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ এনে বুধবার বেলা বারোটা থেকে বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করেছে বিজেপি। এদিন বেলা বারোটা থেকে আধা ঘণ্টার বেশি গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া বাজারে যশোররোড অবরোধ করে বিজেপির।
আরো পড়ূন : Todays Prices : আজ ২০/০১/২০২২ আজকের পেট্রোল-ডিজেলের দাম, সোনা-রূপো ও গ্যাসের দাম দেখে নিন