JJM NEWS DESK : মাওবাদীদের অর্থ প্রদান করার অভিযোগে দক্ষিণ কলকাতা থেকে গ্রেফতার করা হল এক ব্যবসায়ীকে। ধৃতের নাম মহেশ আগরওয়াল। রাচি থেকে আসা এনআইএ-র একটি দল তল্লাশি চালিয়ে এই গ্রেফতারি করে আজ। মহেশকে রাঁচিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এনআইএ আধিকারিকরা। তাই ধৃত ব্যবসায়ীকে এনআইএ-র বিশেষ আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে তদন্তকারী দল।মাওবাদীদের বিরুদ্ধে তদন্তে নেমে টাকা উদ্ধার করে এনআইএ। সেই টাকার সূত্র ধরেই মহেশ পর্যন্ত পৌঁছেছেন তদন্তকারীরা। ‘মানি ট্রেল’ অনুসরণ করে কলকাতায় এসে পৌঁছান রাঁচির এনআইএ আধিকারিকরা।
