JJM NEWS DESK : প্রজাতন্ত্র দিবসে নেতাজীকে নিয়ে ট্যাবলো বিতর্কের মধ্যেই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে দিল্লীর ইন্ডিয়া গেটে বসানো হবে সুভাষ বসুর গ্রানাইটের মূর্তি।
এই মূর্তিটি যতদিন না তৈরি হচ্ছে ততদিন একটি হলোগ্রাম এর মূর্তি বসানো হবে সেখানে। 23শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তির উদ্বোধন করবেন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী নেতাজীকে এই সন্মান জানাতে চলেছেন বলে দাবী করছে বিজেপি।
আরো পড়ুন : Jangalmahal corona update :: আজকে ২১/০১/২০২২ জঙ্গলমহলের জেলাগুলিতে করোনা আপডেট
