পশ্চিম মেদিনীপুরে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ৩
JJM NEWS DESK : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে পিক আপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত ৩। এদের মধ্যে দুজন বালক ও এক বালিকা। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনার পরই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পলাতক পিকআপ ভানের চালক।জানা গেছে, এদিন সকালে খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায় কয়েকজন পথচারিকে ধাক্কা মাকে একটি বেপোরয়া গতির পিক আপ ভ্যান।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন বালক ও এক বালিকার। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। স্থানীদের বিক্ষোভে ঘটনার পরই উত্তেজনা শুরু হয় গোটা এলাকা জুড়ে।
ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলাতক পিকআপ ভানের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।