জোহার জঙ্গলমহল ডেস্ক : ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আমলাবনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির বাড়ি কুসুমডাঙ্গার দুধীবাঁধি এলাকায়। বয়স আনুমানিক ৪৭ বছর।ওই মৃত ব্যক্তির নাম গুরুপদ বেরা।গভীর রাতে জঙ্গলরাস্তায় বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে যান, বলে জানা গেছে। রাতেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা গেছে।
বনদফতর সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে বারবার। যে সমস্ত এলাকায় হাতি আছে, সেই রাস্তাগুলি রাত্রিবেলা এড়িয়ে চলাই ভালো। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক রাতে ঘটেছে। দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে,বনদফতরের সাথে সহযোগিতা করে, সকলকে একটু সতর্ক থাকার আবেদন জানাচ্ছি।”
