সুদীপ পাল,বেলপাহাড়ি : ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আয়োজিত এবং বেল পাহাড়ি জয় গরাম ফুটবল একাডেমির সহযোগিতায় ও পরিচালনায় জেলা স্তরিয় বিবেকানন্দ ফুটবল কাপের বিন পুর ২ নং ব্লক স্তরের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৮/১২/২১ কানিমহলি ফুটবল মাঠে । আজ সেখানে সেনিফিনাল উঠে থাকা ৪ টি টিম কে নিয়ে বেল পাহাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো সেনিফাইনাল ও ফাইনাল ম্যাচ ।বিন পুর ২ নং ব্লক স্তারীয় হয়খেলার ফাইনালে জয় লাভ করে তামা জুড়ি আদিবাসী যুব শক্তি সংঘ।
এর পর জেলার সেমিফাইনাল খেলাটি আগামী ৬/২/২২ তারিখ কাপগারী সেবা ভারতি মহাবিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা যায় ।এবং জেলা স্তরের ফাইনাল খেলাটি ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে বলে জানা গেছে ।প্রবল দুর্যোগের মধ্যেও ফুটবল খেলা দেখতে এলাকার প্রচুর দর্শক বেল পাহাড়ি হাই স্কুল মাঠে উপস্তিত হয়েছিল । আজকের অনুষ্ঠানের সন্মানীয় সমস্ত অতিথিদের হাতে আশ্রমের পক্ষ থেকে সবুজায়ন রক্ষা করার স্বার্থে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় সঙ্গে একটি আশ্রমের বই ও।