JJM NEWS DESK : সন্তানকে টিউশন পড়াতে ‘যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না গৃহবধূ। তাঁকে না পেয়ে উদ্বেগে গোটা পরিবার। তবে কি বালির দুই গৃহবধূর দেখানো পথই অনুসরণ করলেন তিনিও? আশাঙ্কা গ্রাস করেছে পরিজনদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পিংলা থানার দনীচক এলাকায়। পরিবার সূত্রে খবর, পিংলা থানার দনীচক এলাকার বাসিন্দা সুদেষ্ণা মাইতি।
তাঁর স্বামী গোপাল মাইতি। কর্মসূত্রে গোপালবাবু হাওড়াতে থাকতেন। পাঁচ বছরের ছেলে রাজকুমারকে নিয়ে পিংলায় বসবাস করতেন সুদেষ্ণা। এদিন, রাজকুমারকে টিউশন পড়াতে নিয়ে যাবেন বলে বাড়ির টাকা-পয়সা ও সোনার গহনা নিয়ে বের হন ওই গৃহবধূ। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও ফেরেননি তিনি। এরপরই খোঁজ শুরু হয় তাঁর।
তাঁকে ফোন করলে মোবাইলও সুইচ-অফ পান বলে দাবি পরিবারের। এই ব্যাপারে ওই গৃহবধূর সুদেষ্ণা মাইতির দাদা শুভঙ্কর সামন্ত বোনকে খুঁজে দেওয়ার জন্য ফেসবুকে পোস্টও করেছেন। তিনি জানান, যে তাঁর বোন ভাগ্নেকে নিয়ে টিউশন পড়ানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই এখনও পর্যন্ত বাড়ি ফেরেননি। এদিকে গোটা ঘটনায় নিখোঁজ ওই গৃহবধূর শ্বশুর বাড়ির পক্ষ থেকে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় কার্যত দিশেহারা বোধ করছেন উদ্বিগ্ন পরিবার।
বাড়ির গৃহবধূকে যত দ্রুত সম্ভব ফিরে পেতে চাইছেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিংলা থানা একটি নিখোঁজ ডায়েরি করেছে ওই গৃহবধূর শ্বশুর। এর আগেও ওই গৃহবধূ নিখোঁজ হয়েছিল বলে জানায় পুলিশ। তবে অপহরণ নাকি অন্য কিছু রয়েছে এই নিখোঁজ হওয়ার পিছনে সেই বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।