JJM NEWS DESK : পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এ রান্নাঘর থেকে উদ্ধার হল চতুর্থ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বিকেল ৫ টা – সাড়ে ৫ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৫ নং সারতা অঞ্চলের বীরকোটা গ্রামে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। মাম্পি খাটুয়া নামে ১০ বছরের ওই নাবালিকার নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গেছে।
সবং থানার পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। জানা গেছে, মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাবকি করার কারণেই সে আত্মঘাতী হয়েছে। তবে, ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত সন্ধ্যা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।