জোহার জঙ্গলমহল ডেস্ক : গতকাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভারতীয় দলের প্রোটীয় সফরের পরিবর্তিত সূচি প্রকাশ করে।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে টি-টোয়েন্টি সিরিজটি পরবর্তী সময়ে আয়োজন করবার কথা জানিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ১৭ই ডিসেম্বরের বদলে ভারতীয় দলের সফর শুরু হচ্ছে ২৬শে ডিসেম্বরের বক্সিং ডে টেস্ট দিয়ে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টটি আয়োজনের দায়িত্ব পেয়েছে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্ক। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গ ও তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজিত হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন কোহলিরা। সেই সিরিজের সূচনা হবে ১৯শে জানুয়ারি। প্রথম দুটি ম্যাচ পার্ল ও তৃতীয় ম্যাচটি কেপটাউনে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি টেস্ট ভারতীয় সময় দুপুর ১.৩০টা ও তৃতীয় টেস্ট দুপুর ২টোয় শুরু হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই ভারতীয় সময় দুপুর ২টো থেকে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : ঝাড়গ্রাম জেলা ভ্রমণ গাইড কোথায় থাকবেন এবং কী কী দেখবেন পড়ুন বিস্তারিত