Sunday, October 2, 2022

বেলপাহাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানে সারপা নাচ , বাহা নাচ , পাতা নাচ , করম নাচ

 সুদীপ পাল,বেলপাহাড়ি : পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের সহযোগিতায় বেলপাহাড়ি ল্যাম্পের পরিচালনায় আজ একদিন ব্যাপী বেলপাহাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান । আজকের এই অনুষ্ঠানে সারপা নাচ , বাহা নাচ , পাতা নাচ , করম নাচ সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নাচের আসর বসেছিল।

বেলপাহাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানে সারপা নাচ , বাহা নাচ , পাতা নাচ , করম নাচ

আরো পড়ুন : IAF Chopper Crash : শেষ হল ৭ দিনের লড়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ক্যাপ্টেন বরুণ সিং

জঙ্গল মহলের অতি জনপ্রিয় এই নাচ দেখতে বেলপাহাড়ি হাই স্কুল মাঠে সাধারণ মানুষ জনের উপস্থিতি ছিল নজির বিহীন । এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বেলপাহাড়ি তে ঘুরতে আসা বিভিন্ন মানুষ জন কেউ দেখা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

লেটেস্ট খবর

লেটেস্ট খবর

হাতির খবর

জঙ্গলমহল ভ্রমণ