সুদীপ পাল,বেলপাহাড়ি : পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের সহযোগিতায় বেলপাহাড়ি ল্যাম্পের পরিচালনায় আজ একদিন ব্যাপী বেলপাহাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান । আজকের এই অনুষ্ঠানে সারপা নাচ , বাহা নাচ , পাতা নাচ , করম নাচ সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নাচের আসর বসেছিল।
