তন্ময় সিংহ, ১৪ ই ডিসেম্বর,মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল শালবনীর কর্নগড় গ্রামের প্রসিদ্ধি ছিলো মা মহামায়ার মন্দির ও রানী শিরোমনির স্মৃতিবিজড়িত ধ্বংস্বপ্রাপ্ত গড় কে নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রেলমন্ত্রী থাকাকালীন রানীর নামে ট্রেন চালু করে অমর করেন রানীর মিথকে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিসাবে সহায়তা করেন কর্নগড় মন্দিরকে ঘিরে ইকো টুরিজম এর। এছাড়াও রাজ্যসভার সাংসদ থাকাকালীন কুনাল ঘোষ সাংসদ তহবিলের টাকা দিয়ে মন্দিরের উন্নতিকল্পের চেষ্টা করেন। শালবনীর সেই সময়কার বিডিও সঞ্জয় মালাকারের নজরে আসে রানী শিরোমনির স্মৃতি বিজড়িত দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে।
আরো পড়ুন :Elephants :আজ ১৪.১২.২০২১মঙ্গলবার, দেখে নিন জঙ্গলমহলে হাতির অবস্থান
