পূর্ণচন্দ্র রক্ষিত ,পুরুলিয়া : শুরু হল উত্থান কর্মসূচি: পারা ব্লক এর BPHC র Nutritional Rehabilitation Centre এ (পুষ্টিকেন্দ্র) গুরুতর অপুষ্টিতে ভুগছে এমন শিশু ও তাদের মায়েদের সাথে দেখা করে শিশুদের পুষ্টি সম্পর্কিত বিবিধ বিষয় নিয়ে সকলকে সচেতন করলেন পুরুলিয়ার জেলাশাসক শ্রী রাহুল মজুমদার।
এছাড়াও, উত্থান কর্মসূচির মাধ্যমে পারা ব্লক এর NRC তে মডেল পুষ্টিবাগান তৈরির নির্দেশ দিলেন জেলাশাসক। মায়েরা যাতে নিজেদের বাড়িতেই পুষ্টিগুণ সমৃদ্ধ Nutrimix তৈরি করতে পারেন সেই বিষয়ে মায়েদের প্রশিক্ষণ প্রদান এর নির্দেশ ও দিলেন জেলাশাসক।
