সমীর মন্ডল : পার্টটাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সমাজের আপামর জনসাধারণকে শুভ বড়দিনের এবং আগামী ইংরেজি নববর্ষের প্রীতি ,শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।
এই PTSTEWA সংগঠন শুধুমাত্র নিজেদের দাবী দাওয়া আদায়ের জন্য আন্দোলন করে না, তারা নানারকমের সমাজসেবামূলক কাজ করে থাকে। গত 19 শে সেপ্টেম্বর বারুইপুর সোনার তরী কমিউনিটি হলে সমাজের অসুস্থ মানুষের সেবায় যেমন রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করেছিল, তেমনি সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সেবায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করার জন্য ব্রতী হয়েছে।
