পূর্ণচন্দ্র রক্ষিত : শুক্রবার বীর বিপ্লবী অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মদিবস সারা ভারত জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।এদিন মাল্য দানের মাধ্যমে ছাত্র ব্লক জেলা ও কলেজ ইউনিট নেতৃত্বের উপস্থিতি ও ছাত্র ছাত্রীদের নিয়ে পালিত হয়।
পাশাপাশি জাতীয় শিক্ষানীতি বাতিল সহ জেলায় আইন কলেজ, কৃষি কলেজ ও ঝালদা কলেজে কমার্স চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয়।উপস্থিত সকলেই ক্ষুদিরামের মূর্তিতে ফুলের মালা দিয়ে তাকে সম্মান জানায় ।পাশাপাশি জাতীয় শিক্ষানীতি বাতিল সহ জেলায় আইন কলেজ, কৃষি কলেজ ও ঝালদা কলেজে কমার্স চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয়। উপস্থিত ছিলেন জেলা সহ সভানেত্রী প্রদীপশিখা মাহাতো, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভৈরব ভট্টাচার্য, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, ঈশান ব্যানার্জ্জী প্রমুখ