জোহার জঙ্গলমহল ডেস্ক : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, ঝাড়গাম, বিনপুর, লালগড়, এলাকায় হাতির তাণ্ডবে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে মাঠের পাকা ধান মাঠেই নষ্ট করে দিচ্ছে হাতির দল । যার ফলে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা।অবশেষে পথ অবরোধ করল প্রায় চল্লিশটি দাঁতাল হাতির দল।
ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বেলতলা মানিকপাড়া বাসরাস্তার মাঝে গোবিন্দপুর এলাকায়। প্রায় চল্লিশটি দাঁতাল হাতি লাউড়িয়াদাম থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। ওই হাতির দলে বেশ কয়েকটি হস্তী সাবক রয়েছে।
বিষয়টি বনদপ্তর কে জানানো সত্ত্বেও ঘটনাস্থলে বন দপ্তরের কোন কর্মীকে দেখতে পাওয়া যায়নি। যার ফলে মানিকপাড়া থেকে বেলতলা পর্যন্ত রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় তখন কি বন দফতরের ঘুম ভাঙবে। প্রায় তিন ঘন্টার বেশী সময় হতে চললো হাতিদের এই পথ অবরোধ । তবে এতো সময় পর্যন্ত হাতিদের এই পথ অবরোধ কেন তার কেউ বুঝে উঠতে পারছেনা।