JJM NEWS DESK : শেষ হল ৭ দিনের লড়াই। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Gr Captain Varun Singh )। গত ৮ ডিসেম্বর সকালে তামিলনাড়ুর (Tamil Nadu) কুনুরে (Kunur) যে বায়ুসেনার যে হেলিকপ্টারটি দুর্ঘটনার (IAF Chopper Crash) মুখে পড়েছিল, সেই কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে একমাত্র তিনিই এতদিন প্রাণে বেঁচে ছিলেন।
অবশ্য একেবারেই জীবনদায়ী সহায়তার উপর নির্ভরশীল ছিলেন। বুধবার তাঁর লড়াই শেষ হল। ফলে দুর্ঘটনাগ্রস্ত চপারটির সব যাত্রীরই মৃত্যু হল। এই দুর্ঘটনায় আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, ভারতের প্রতিরক্ষা প্রধান বা সিডিএস (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Gen Bipin Rawat), তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) এবং আরও ১১ জন সামরিক অফিসার ও সেনা জওয়ানের।ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে টুইট করে এই খবরটি জানানো হয়।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, ‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে জাতির সেবা করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপতি লেখেন, ‘চপার দুর্ঘটনায় নিহত হলেও, তিনি সৈনিক মনোভাব এবং অদম্য সাহস প্রদর্শন করেছিলেন। জাতি তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’