JJM NEWS DESK : রবিবার ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে চারবারের বিজয়ী ভারতীয় দল।২০২২ সালের এই চতুর্বার্ষিক টুর্নামেন্টের ১৪ তম আসরটি অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজে। ১৪ই জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত পোট্রিয়াদের চারটি দেশ জুড়ে অনুষ্ঠিত হবে এই আসন্ন টুর্নামেন্টটি।
🚨 NEWS 🚨: Four-time winners India announce ICC U19 Cricket World Cup 2022 squad. #BoysInBlue
More Details 🔽
— BCCI (@BCCI) December 19, 2021
আসন্ন এই টুর্নামেন্টে ভারতীয় দলের ঘোষিত এই ১৭ সদস্যের স্কোয়াডে, অধিনায়ক হিসাবে মনোনীত হয়েছেন দিল্লির ব্যাটসম্যান যশ দুল। সহ-অধিনায়ক হয়েছেন এস কে রাশেদ।এই বিশ্বকাপে ৪৮ টি ম্যাচে মোট ১৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।প্রসঙ্গত, সবচেয়ে সফল দল হিসাবে ২০০০, ২০০৮, ২০১২ এবং ২০১৮ সালে ভারত এই নিয়ে মোট চারটি শিরোপা জিতেছে।আসন্ন এই টুর্নামেন্টে ভারতের অনূর্ধ্ব-১৯ – এর দল বি গ্রুপে রয়েছে।
Here's India's squad for ICC U19 Cricket World Cup 2022 squad 🔽 #BoysInBlue
Go well, boys! 👍 👍 pic.twitter.com/im3UYBLPXr
— BCCI (@BCCI) December 19, 2021