সুদীপ পাল,বেলপাহাড়ি : রামনগর অঙ্কুর কলামন্দির এর পরিকল্পনা ও আয়োজনে এবং বেল পাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় বেল পাহাড়ি হাই স্কুল প্রাঙ্গণে শুরু হলো লোক সাংস্কৃতিক উৎসব পার্বণ ২০২১ । বন পতি মন্ত্রী বীর বাহা হাঁসদা মহাশয়া ও বিন বিন পুর ২ বিধান সভার বিধায়ক দেব নাথ হাঁসদা মহাশয় প্রদীপ জ্বালিয়ে আজকের এই মহান উৎসবের শুভ সূচনা করেন ।
আরো পড়ুন : শিলদা কলেজে সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন
