রূপনারায়ন বনবিভাগে হাতির অবস্থান:১২.১২.২০২১, হাতির অবস্থান ও হাতির সংখ্যা: রূপনারায়ন বনবিভাগ: মোট: ৮টি, রেঞ্জ: আমলাগোড়া, জামডোবা, হাতি ২টি, হুমগড়, হদহদি, হাতি ১টি। মহালিসাই, বাবলাপানি, হাতি ৩টি, গোয়ালতোড়, জঙ্গলখাস-৬৮৮, হাতি ১টি। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, রূপনারায়ন বনবিভাগ।
ঝাড়গ্রাম বিভাগ বনবিভাগে হাতির : ১২.১২.২০২১ হাতির অবস্থান মোট হাতি:৫৫ টি,রেঞ্জ -ঝাড়গ্রাম-বান্দরভোলা-খাসজঙ্গল/৭৩১-হাতি ৩০টি, রেঞ্জ-গিধনী-আমতলিয়া-মহাদান-হাতি:০৩টি,রেঞ্জ-লোধাশুলি-লোধাশুলি-নেকড়াবিন্ধা-হাতি:০১টি,রেঞ্জ-মানিকপাড়া-কুসুমঘাটি-রাজাবাসা-হাতি:১২টি, বালিভাসা-গোলবান্ধি-হাতি:০৫টি,রেঞ্জ-জামবনি-জামবনি-বাঘুয়া-হাতি:১০টি । হাতির গতি পথে বাধা দিবেন না,সন্ধ্যা০৬টা থেকে সকাল০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না।সকলে সতর্ক থাকিবেন,বিভাগীয় বনাধিকারিক,ঝাড়গ্রাম বিভাগ।