রূপনারায়ন বনবিভাগে হাতির অবস্থান: ১৫.১২.২০২১, হাতির অবস্থান ও হাতির সংখ্যা: রূপনারায়ন বনবিভাগ: মোট: ৭টি, রেঞ্জ: আমলাগোড়া, মাগুরাসোল, হাতি৩টি।। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, রূপনারায়ন বনবিভাগ।
ঝাড়গ্রাম বিভাগ বনবিভাগে হাতির : ১৫.১২.২০২১ হাতির অবস্থান মোট হাতি:৫৯ টি, রেঞ্জ-গিধনী-আমতলিয়া-মহাদান-হাতি:০১টি,অমিতালিয়া- হাতি:০৯টি,কানাইশোল-চিল্কিগড় – হাতি:১২টি, রেঞ্জ-গোপীবল্লভপুর-কমলাশোল -তার্কিদুধিয়া -হাতি:০১টি, রেঞ্জ-মানিকপাড়া-কুসুমঘাটি-ঠাকুরথান-গোবিন্দপুর -হাতি:১২টি, বালিভাসা-খাসজঙ্গল/৬৮১- হাতি ২৪। হাতির গতি পথে বাধা দিবেন না,সন্ধ্যা০৬টা থেকে সকাল০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না।সকলে সতর্ক থাকিবেন,বিভাগীয় বনাধিকারিক,ঝাড়গ্রাম বিভাগ।