বাঁকুড়া বনবিভাগে হাতির অবস্থান: হাতির অবস্থান তাং-০২.১২.২০২১
সোনামুখী রেঞ্জে ভুলা মৌজায়-১টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
রূপনারায়ন বনবিভাগ বিভাগ বনবিভাগে হাতির : ০১.১২.২০২১, হাতির অবস্থান ও হাতির সংখ্যা: রূপনারায়ন বনবিভাগ: মোট: ৬৭টি, রেঞ্জ: আমলাগোড়া, মাগুরাসোল, হাতি ৭০-৭৫টি। হুমগড়, পাথরমারী, হাতি ০৫টি, গড়বেতা, খড়িকাসুলি, হাতি ০২টি। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, রূপনারায়ন বনবিভাগ।