JJM NEWS DESK: আজ ২৫.১২.২০২১ শনিবার। দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ২৫.১২.২০২১, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ৫ টি. সকাল -১০.২০ মিনিট,লালগড় রেঞ্জ, বান্দি-১ টি, চাঁদড়া রেঞ্জ, গাররা-১টি, আমাঝর্ণা- ১টি, নয়াবসত রেঞ্জ, বীরপাথরি-১টি, পিড়াকাটা রেঞ্জ, পুকুরিয়াশোল-১ টি,। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
আরো পড়ুন : বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার সারেঙ্গা ব্লক অন্তর্গত পাহাড়ী পর্যটনকেন্দ্র বড়দি পাহাড়, দেখুন কী ভাবে যাবেন কোথায় থাকবেন ?
