পূর্ণচন্দ্র রক্ষিত,পুরুলিয়া : অপুষ্টির খোঁজে আজকের অভিযান অযোধ্যা পাহাড়ে: অযোধ্যা পাহাড়ের পুনিয়াশাসন, উসুলডুংরি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের খোঁজ নিলেন জেলাশাসক শ্রী রাহুল মজুমদার, সঙ্গে ছিলেন মহকুমাশাসক ঝালদা, বিডিও বাঘমুন্ডি, বি. এম.ও.এইচ্ বাঘমুন্ডি, সি.ডি.পি.ও বাঘমুন্ডি, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা ও এ.এন.এম দিদিরা।পুনিয়াশাসন এ ভূতনি মান্ডির প্রথম সন্তান গুরুতর অপুষ্টিতে আক্রান্ত হওয়ার জন্য জেলাশাসক তাদেরকে NRC তে (পুষ্টিকেন্দ্রে) ভর্তি করানোর ব্যবস্থা করেন।
আরো পড়ুন : Corona update of West Bengal : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১১/১২/২০২১
পুনিয়াশাসন এ মাটির সৃষ্টি সাইট পরিদর্শন এর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের প্রাক্ প্রস্তুতি স্বরূপ ঐ গ্রামে কারা কারা লক্ষ্মীর ভান্ডার তথা অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় এখনও আসেননি তাদের চিহ্নিত করন, নথিপত্র যাচাই এবং সচেতনতা জাগরণ কর্মসূচি পালন করা হয় যাতে ওনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্প এসে আবেদন জমা করেন।
মাটির সৃষ্টি ও শিশুর পুষ্টি, মায়ের যত্ন সংক্রান্ত বিষয়ে পুরুলিয়া জেলাপ্রশাসনের সচেতনতা অভিযান।উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার বাগমুন্ডি বি ডিও দেবরাজ ঘোষ