JJM NEWS DESK : পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি cmoh অফিসে বিক্ষোভ দেখান হয়। এদিন বিভিন্ন দাবি জানিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি বলে তারা জানান। এ বিষয়ে আশা কর্মী রা জানান তাদের ন্যূনতম মাসিক বেতন 21 হাজার টাকা করতে হবে এছাড়াও যদি কোন আশা কর্মী পড়না আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের এক লক্ষ টাকা করে দিতে হবে এবং অস্থায়ী আশা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে,
