Friday, September 30, 2022

বেল পাহাড়ি বি. ডি ও অফিস প্রাঙ্গণে পালিত হলো জঙ্গল মহল উৎসব

সুদীপ পাল ,বেলপাহাড়ি জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে উপস্থাপন করে  জঙ্গলমহল উৎসব। আজ বিন পুর ২ পঞ্চায়েত সমিতির পরিচালনায় মানভূম  বেল পাহাড়ি বি. ডি ও অফিস প্রাঙ্গণে পালিত হলো জঙ্গল মহল উৎসব ।

আরো পড়ুন : কয়লার স্তূপে চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের
বেল পাহাড়ি বি. ডি ও অফিস প্রাঙ্গণে পালিত হলো জঙ্গল মহল উৎসব

পশ্চিম বঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেনায় পশ্চিম বঙ্গ উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিম বঙ্গ উন্নয়ন পর্ষদের উদ্যোগে বিন পুর ২ উন্নয়ন সমষ্টি ও বিন পুর ২ পঞ্চায়েত সমিতির পরিচালনায় আজ ২০ ডিসেম্বর  এই উৎসবে পাতা নাচ ,করম নাচ , লাংরে নৃত্য এর ও ছৌ নৃত্য অনুষ্ঠিত হলো । অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

লেটেস্ট খবর

লেটেস্ট খবর

হাতির খবর

জঙ্গলমহল ভ্রমণ