রাকেশ,মেদিনীপুর: মেদিনীপুর শহরে গত ২৭ ও ২৮ অনুষ্ঠিত হয়ে গেলো মেদিনীপুর ফ্লিম ফেস্টিভ্যাল, জেলা পরিষদ হল এ।
উক্ত ফ্লিম ফেস্টিভ্যাল এ স্ক্রিনিং এর জন্য জমা পড়েছিল শর্ট ফ্লিম ৩৬টা ও মাইক্রো ফ্লিম ছিল 1১০ টা।
বিচারক দের নির্বাচনে সেরা মাইক্রো ফ্লিম নির্বাচিত হয়েছে রকিবুল হাসান পরিচালিত অন্তরালে। এই মাইক্রো ফ্লিম এ প্রথম অভিনয় করে সকলের নজর কেড়েছে মেদিনীপুর শহরের ছোট্ট মেয়ে আদ্রিজা। সেও সেরা অভিনেত্রী মাইক্রো ফ্লিম এর পুরস্কার ছিনিয়ে নিয়েছে।
আরো পড়ুন : Mamata Banerjee Vs Omicron : রাজ্যে ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী
এছাড়াও নবাগতা হিসেবে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নিউ কামার এর পুরস্কার ছিনিয়ে নিয়ে সকলের বাহবা কুড়িয়েছে। বর্তমান প্রজন্মের অনেক পরিচালক ওকে আগামী দিনে সুযোগ দেবেন এই অঙ্গীকার করেছেন।
MEDINIPUR FLIM FESTIVAL 2021 AT Jela Parishad Hall
Dt 27/12/21 and 28/12/2021
Adrija Das
Micro Flim ANTORALE
BEST MICRO FLIM ACTRESS FOR FLIM ANTORALEAP PRECIATION AWARD FOR 1ST MICRO FLIM ANTORALE BEST MICRO FLIM 2021 AWARD FOR ANTORALE