পূর্ণ চন্দ্র রক্ষিত,পুরুলিয়া : আজ একদিনের আদিবাসী সংস্কৃতি উৎসব পালন হল জঙ্গলমহলের বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়ে ধামসা মাদল বাজিয়ে উৎসব পালন করলেন পশ্চিমাঞ্চল মন্ত্রী সন্ধ্যারানী টুডু এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি এছাড়া বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো এবং উপস্থিত ছিলেন শিক্ষা তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী নমিতা সিং মুড়া ও বঙ্গজননীর সভাপতি নিয়তি মাহাতো
