JJM NEWS DESK : বনদফতর সুত্রে জানা গিয়েছে এদিন নদীর চরে ঘুরে বেড়াতে দেখা যায় একটি পূর্ন বয়স্ক হরিনকে।তাই দেখে স্থানীয় মানুষজন বন বিভাগে খবর দিলে বনকর্মীরা হরিনটিকে উদ্ধার করে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পাঠিয়ে দেয়। শনিবার এই ঘটনাটি ঘটেছে লালগড়ের বৈতা অঞ্চলের বালিশিরা এলাকায়।

কংসাবতী নদীর ধারে হরিনটিকে ঘোরাঘুরি করতে দেখেন মানুজন। এলাকায় হরিনটিকে দেখতে মানুষজন ভীড় জমান।মানুষ জন দেখে হরিনটি পালানোর চেষ্টা করছিল।কিন্তু সচেতন মানুষজন হরিনটির কোন ক্ষতি না করে বন দফতরকে খবর দেয়।
