JJM DESK : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় পথ দুর্ঘটনায় ১ জনের মৃত্যু। পুলিশ জানিয়েছে স্টেশন পাড়া এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মোটরবাইক ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছে ।
দুর্ঘটনায় মৃত্যু হয় বছর ২৯ এর সান্তনু প্রামানিক নামে এক যুবককের। স্থানীয়দের দাবি, মোটরবাইক ও মাল বোঝাই ট্রাকের ধাক্কা মারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। মৃত ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার পান্ডুয়া এলাকায় বলে জানা গেছে ।