Wednesday, June 29, 2022

ভয়াবহ অবস্থা সেতুর ঝাড়গ্রাম এর গোপীবল্লভপুর ও সাঁকরাইল ব্লক এর সংযোগকারী কলাবনি এলাকার সেতুর

 জোহার জঙ্গলমহল ডেস্ক :  ভয়াবহ অবস্থা সেতুর ! ঘটে গেছে অনেক দুর্ঘটনাও তবুও যেন হুশ ফিরেছে না প্রশাসনের!
বেহাল অবস্থা ঝাড়গ্রাম এর গোপীবল্লভপুর ও সাঁকরাইল ব্লক এর সংযোগকারী কলাবনি এলাকার সেতুর !
দীর্ঘদিন ধরে বছরের-পর-বছর নতুন সেতু মেরামতের প্রতিশ্রুতি দেয়া হলেও কোনো রকম কাজ করা হয় না বলে দাবি স্থানীয়দের !সেতু বারবারি বন্যার জলে ভেঙে যাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের মানুষ সহ পথচলতি মানুষদের !
নতুন সেতুর দাবি গ্রামবাসীদের!গ্রামবাসীদের দাবি বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল যার জন্য দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার মানুষজন!
স্থানীয় হাট বাজার থেকে শুরু করে ওষুধের দোকান হাসপাতাল সমস্ত জায়গায় যেতে নির্ভর সেতুর ওপর কিন্তু সেতুর এই বেহাল দশায় কপালে চিন্তার ভাঁজ গ্রামের প্রত্যন্ত মানুষদের তাদের দাবি বারবার প্রশাসনকে জানালেও শুধুমাত্র সেতুর দুদিকে মাটি দিয়ে দেওয়া হয় কিন্তু সেই মাটি বারবার জলের স্রোতে ভেসে যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

লেটেস্ট খবর

লেটেস্ট খবর

হাতির খবর

জঙ্গলমহল ভ্রমণ