বাঁকুড়া বনবিভাগে হাতির অবস্থান: হাতির অবস্থান তাং-০৬.১১.২০২১ বড়জোড়া রেঞ্জে পাবয়ামৌজায়-১টি,সোনামুখী রেঞ্জে হামিরহাটি-১টি,পাএসায়ের রেঞ্জে চকপাএসায়ের৭৫-৭৭টি,হাতি যাতায়াতের পথে বাধা সৃষ্টি করিবেন না,ইহা আইনত দণ্ডনীয় অপরাধ। এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ০৬.১১.২০২১, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ২০-২১ টি.লালগড় রেঞ্জ,তালডাঙ্গা-১ টি, কামরাঙ্গি-১ টি, চাঁদড়া রেঞ্জ, গাররা-১ টি,আমাঝর্ণা-১ টি,নয়াবসত রেঞ্জ, বীরপাথরি-১টি,মেদিনীপুর রেঞ্জ, বাগডুবি-১৫-১৬ টি,। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।