পূর্ণচন্দ্র রক্ষিত : দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যু সংবাদ ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমার জীবনে অনেক দুর্যোগ দেখেছি। কিন্তু সুব্রত দা’র মৃত্যুটা ভীষণ বড় দুর্যোগ। সুব্রত দা’র মতো এমন মানুষ, আর হবে কি না সন্দেহ আছে। আমি গোয়া থেকে ফিরেই প্রথমে হাসপাতালে আসি। সেদিনও আমার সঙ্গে কথা হল”।
প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ৭৫ বছর বয়সে জীবনাবসান। এসএসকেএম-এই বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন সুব্রতবাবু। বসানো হয়েছিল স্টেন্টও। আগামিকাল হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে দীপাবলির রাতেই সব শেষ। ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাত্রি ৯টা ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়।
