জোহার জঙ্গলমহল ডেস্ক :সর্বভারতীয় স্তরে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা (নিট)-এর মেধা তালিকায় ১৯ তম স্থান অর্জন করল বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা এবং বাঁকুড়া ডিএভি স্কুলের ছাত্র সৌম্যদীপ হালদার। এবার সর্বভারতীয় মেধা তালিকায় পশ্চিমবঙ্গের কেবল মাত্র সৌম্যদীপই স্থান পেয়েছে। বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা সৌম্যদীপ হালদারের প্রাপ্ত নম্বর ৭১৫।
ছোট বেলা থেকেই চিকিত্সক হবার স্বপ্ন সৌম্যদীপের। এবং তার পরিবারের ইচ্ছে ছেলে বাড়ির ছেলে চিকিত্সক হোক। এই পরীক্ষায় সফল হয়ে দিল্লী এইমস থেকে রেডিওলজি স্পেশালিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে তার।
সৌম্যদীপ হালদার জানান , ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম কিন্তু রাজ্যে প্রথম হবো এটা অপ্রত্যাশিত ছিল । বাবা-মা সহ ফ্যামিলির অন্যান্য সদস্য এবং শিক্ষকরা আমর সাফল্যের জন্য পরিশ্রম করেছেন ।
সৌম্যদীপ হালদারের বাবা চন্দ্রভানু হালদার বলেন , আমি দারুণ আনন্দিত ছেলের এই সাফল্যে । ও শুধু সোনামুখী নয় গোটা রাজ্যের গর্ব । আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হোক