পূর্ণচন্দ্র রক্ষিত : আজ পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে পুরুলিয়া শহরের লিগ্যাল সেলের নেতা শেখর বোস সহ 62 জন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস এর চেয়ারম্যান হংসেশ্বরমাহাত, আই এন টি উ সি জেলা সভাপতি উজ্জ্বলকুমার ,মাইনরিটি সেলের জেলা সভাপতি শেখরহমামিন ,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যকিংকর মাহাত ,দিব্যজ্যোতি সিং দেও , রথীন্দ্রনাথ মাহাত, বৈদ্যনাথ মণ্ডল, বিভাস দাস, বিমান সরকার,শেখ বিলাল , শহর সভাপতি জতির্ময় ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবন্দ।