JJM NEWS DESK : মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ১৭ তারিখ থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। তবে, অ্যাডভোকেট সুদীপ ঘোষ চৌধুরী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে বলেন যে করোনায় ছাত্রদের স্কুলে যাওয়া বেশ শঙ্কার।
রাজ্য সরকার নির্দেশিকায় জানিয়েছিল, আগামী ১৬ নভেম্বর থেকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে এবং সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। কিন্তু কলকাতা হাইকোর্ট-এ দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, সুষ্ঠ পরিকল্পনা না করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পড়ুয়াদের করোনার ভ্যাকসিন এখনও দেওয়া হয়নি। ফলে পড়ুয়াদের মধ্যে সংক্রমন বৃদ্ধির আশঙ্কা থাকবে।
সূত্রের খবর, বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হতে পারে।বাদীর আইনজীবী আবেদনে বলেন, “বিদ্যালয় খোলা হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের কোনও টিকা দেওয়া হয়নি। কোনও পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এ অবস্থায় বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবী জানান তিনি।