জোহার জঙ্গলমহল ডেস্ক : আগামী দশ বছর ক্রিকেট উত্সবে ভাসবে গোটা বিশ্ব। মঙ্গলবার ২০৩১ সাল পর্যন্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি। যার মধ্যে চারটি টুর্নামেন্টের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
৮টি আইসিসি ইভেন্টের আয়োজক বেছে নেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক বিডিং প্রসেসের মাধ্যমে। গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধান করেছে আইসিসি’র একটি সাব-কমিটি। যে কমিটিতে মার্টিন স্নেডেন, রিকি স্কেরিটের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও। আগামী বছর একই প্রক্রিয়ার মাধ্যমে মহিলা ও অনূর্ধ্ব ১৯’র আইসিসি ইভেন্টের আয়োজক বেছে নেওয়া হবে।
আইসিসির হোস্টিং সাব কমিটির চেয়ারম্যান মার্টিন স্নেডেন বলেন – ” আমরা পরবর্তী সাইকেলের জন্যে দুর্দান্ত কিছু বিড পেয়েছিলাম। আমরা ক্রিকেট খেলার বিশ্বজনীন প্রসারে আইসিসি’র পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রাখবার চেষ্টা করেছি। সেই দীর্ঘমেয়াদি উদ্দেশ্যের কথা মাথায় রেখেই ১৪টি আয়োজক দেশকে পেয়েছি। “
