সমীর মন্ডল : আজ 28/11/2021 তারিখ “পার্টটাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন, পশ্চিমবঙ্গ “এর পক্ষ থেকে তমলুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের সেচমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় কে শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানানো হয়। মাননীয় মন্ত্রী মহাশয় কে সংগঠনের পক্ষ থেকে স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের দীর্ঘ বঞ্চনা এবং 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণের দাবিতে লিখিত চিঠিসহ স্মারকলিপি প্রদান করা হয়।
আরো পড়ুন : আজকে জঙ্গলমহলের জেলাগুলিতে করোনা আপডেট
