সমীর মন্ডল : আজ 10/11/2021 তারিখ বুধবার ” পার্টটাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ “( PTSTEWA) পক্ষ থেকে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, দমদম লোকসভা কেন্দ্রের বর্ষিয়ান সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় কে শুভ বিজয়ার ও দীপাবলীর শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও নমস্কার জানানো হয়। পাট টাইম শিক্ষক সংগঠনের দাবি পত্র সহ স্মারকলিপি দিয়ে মাননীয় সাংসদ কে আগে অবগত করা হয়েছে।
আজও পুনরায় মাননীয় সাংসদ কে স্মারকলিপি সহ দাবিপত্র দেওয়া হয়। এবং ওনার বাসভবনে এ বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা হয় । মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় পার্টটাইম শিক্ষক সংগঠনের বিষয়টি অবগত আছেন ও মনোযোগ সহকারে শুনেছেন। মাননীয় সাংসদ বলেছেন “তিনি এই বিষয়টি খুব দ্রুত মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরবেন এবং আলোচনা করে দ্রুত যাহাতে সমাধান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন”। সংগঠনের পক্ষ থেকে মাননীয় সাংসদ মহাশয় কে সাধুবাদ ও ধন্যবাদ জানান হয়।
আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি, রাজ্য সম্পাদক সৌমেন মন্ডল এবং কলকাতা জেলা সভাপতি জিৎ সিং ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় অনুগ্রহ করে
নভেম্বর , 2021 এর মধ্যে
সকল স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতো 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করুন ।
PTSTEWA
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় অনুগ্রহ করে
নভেম্বর , 2021 এর মধ্যে
সকল স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতো 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করুন ।
PTSTEWA
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় অনুগ্রহ করে
নভেম্বর , 2021 এর মধ্যে
সকল স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতো 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করুন ।
PTSTEWA
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় অনুগ্রহ করে
নভেম্বর , 2021 এর মধ্যে
সকল স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতো 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করুন ।
PTSTEWA