পূর্ণচন্দ্র রক্ষিত : দীপাবলি (Diwali) শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় ছটপুজোর (Chhath Puja) প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো (Chhath Puja)। প্রথমবার চৈত্র মাসের এবং দ্বিতীয়বার কার্তিক মাসে। পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য নারী-পুরুষ নির্বিশেষে এই পুজোর প্রবত পালন করেন ।
আজ পুরুলিয়া শহরের ঋষি নিবারণ চন্দ্র শায়ের সাহেব বাঁধে প্রতিবছরের মতো এ বছর পালিত হল ছট পূজা ছট পুজো আগের থেকেই পুরুলিয়ার পৌরসভার পৌর প্রশাসক নবেন্দু মাহালী সবরকম ব্যবস্থা করেছেন উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা এবং জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি এবং পূর্ত কর্মাধ্যক্ষ হল ধর মাহাতো এবং অন্যান্যরা এবং চারিদিকে ঘুরে দেখেন পৌর প্রশাসক নবেন্দু মায়ালি