ডাইনি সন্দেহে এক ব্যাক্তিকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য
জোহার জঙ্গলমহল: ডাইনি সন্দেহে এক ব্যাক্তিকে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে এলাকয় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত পলাশা অঞ্চলের জগতপুর গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনায় মৃত ব্যাক্তির নাম দুর্গাপদ টুডু (বয়স আনুমানিক ৬০)। জানা গেছে বিকেলে মাছ ধরতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা নাগাদ একটি জমি থেকে কাদামাখা রক্তাক্ত অবস্থায় ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত দুর্গাপদ টুডুর ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ রহিম সরেন ও লক্ষী সরেন নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে। বিষয়টি আরো ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন বলে বিঞ্জান মঞ্চ তরফে জানা গেছে।