জোহার জঙ্গলমহল: প্রায় ১১ বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল ঝাড়গ্রাম জেলার রাধানগর উপস্বাস্থ্য কেন্দ্র। একসময় জেলায় মাওবাদী কার্যকলাপের জেরে এই উপস্বাস্থ্য কেন্দ্রটিকে যৌথ বাহিনীর ক্যাম্প তৈরী করা হয়েছিল। সেই থেকে প্রায় ১১ বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল রাধানগরের এই উপস্বাস্থ্য কেন্দ্রটি।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও এই উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু না হওয়ায় সমস্যায় পড়েছিলেন এলাকার বহু মানুষজন। এই সমস্যার কথা জানিয়ে জেলাশাসক দপ্তরে লিখিত আবেদন জানিয়েছিলেন এলাকার মানুষজন। আবেদনে সাড়া না পেয়ে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকাবাসী। অবশেষে আবেদনে সাড়া দিয়ে জেলাশাসকের নির্দেশে প্রায় ১১ বছর পর আজ সোমবার জনসাধারণের উদ্দেশ্যে উপস্বাস্থ্য কেন্দ্রটি খুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিডিও অভিগ্না চক্রবর্তী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন।