বিকাশ মাইতির গানের প্রতিভায় ভাসছে মেদিনীপুরবাসী
জোহার জঙ্গলমহল: অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান বিকাশ মাইতির গানের প্রতিভায় ভাসছে গোটা মেদিনীপুরবাসী। গান গেয়ে অনেক বড় হয়ে সে বাবা-মা এর স্বপ্নপূরণ করতে চায়। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর থানার সাগরপুর গ্রামের বাসিন্দা বিকাশ মাইতি। বাবা অজিত মাইতি ও মা মিনতি মাইতির একমাত্র সন্তান খুব ছোটো থেকেই মাটির প্রতিমা গড়ায় পারদর্শী।
পরিবারের উপার্জনকারী বাবা শারীরিকভাবে প্রতিবন্দী হওয়ায় খুব ছোটো থেকেই সাংসারের হাল ধরতে হয়। খুব ছোটোর থেকে সংসার চালনার জন্য পড়াশোনা সেরকমভাবে হয়ে উঠেনি। প্রতিমা গড়ার ফাঁকে ফাঁকেই তার স্বপ্ন গান গেয়ে বড় হয়ে সে একদিন তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। ঘাটালের বৈশাখী হাজরার কাছ থেকে বিকাশের গান শেখার হাতেখড়ি। ছোটো থেকেই সংসারের হাল ধরলেও তার যে স্বপ্ন, সেই লক্ষ্য বিকাশ স্থির।