আজ কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
পূর্ণচন্দ্র রক্ষিত : আজ কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের বিশপুরিয়া অঞ্চলের বিজেপি সক্রিয় সদস্য বিশ্বজিৎ মাহাত, লাল্টু সর্দার, বিজয় সর্দার, সুশান্ত সর্দার, সুকুমার সর্দার, শ্যামাপদ মাহাত, সুজয় মাহাত, বিজয় মাহাত, সুবল দাস, হুড়া ব্লকের শামুকগাড়িয়া বুথের বিজেপি বুথ সভাপতি অশ্বিনী কুমার পাতি,
বিজেপি সক্রিয় সদস্য বিধান চন্দ্র পাতি,বীরবল সর্দার, সাবিত্রী সর্দার, সুবাসী সর্দার, বিশ্বজিৎ সর্দার, রবিলোচন মান্ডি, যদু সর্দার, অমিত সর্দার, বিজেপি জেলা কমিটি কিষান মোর্চার সদস্য ধারনী ধর পতি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে