অতিমারী করোনা যেসব শিশুদের পিতামাতা কেড়ে নিয়েছেন, তাদের পাশে দাঁড়ালো পুরুলিয়া জেলা প্রশাসন
পুর্ণচন্দ্র রক্ষিত: অতিমারী করোনার জেরে বিপর্যস্ত জনজীবন। স্বজনহারা হয়েছেন অনেক মানুষজন। অতিমারি করোনা যেসব সন্তানের পিতামাতা কেড়ে নিয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের পাশে দাড়ালো পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদারের উদ্যোগে আজকের “শৈশব” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে তাদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে প্রত্যেক শিশুদেরকে ২,০০০ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন জেলাশাসক এবং প্রত্যেক শিশুকে জামা, প্যান্ট, বই খাতা, রং ও পেন্সিল তাদের হাতে তুলে দেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি মাননীয় সুজয় ব্যানার্জী, পুরুলিয়া জেলা পরিষদের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগণ, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত সহ অন্যান্য সরকারি অধিকারীকরা।