খাবারের অকাল। খাবারের সন্ধানে সাত সকালে গ্ৰামের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ালো দলমার দলছুট দাঁতাল।
জোহার জঙ্গলমহল : রবিবার সকালে ঝাড়গ্ৰামের গোপীবল্লভপুর ২ নং ব্লকের আকনা, মালিঞ্চা সহ একাধিক গ্রামে দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল টি। দাঁতাল হাতি দেখে হাতির পিছনে ছুটতে থাকে আট থেকে আশি।
রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ লোকালয়ে দাঁপিয়ে বেড়ানোর পরে অবশেষে দাঁতাল টি সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নং ব্লকে প্রবেশ করে। জঙ্গলমহলের মানুষের মনে হাতি আতঙ্ক কোন মতেই পিছু ছাড়ছে না।
প্রতিনিয়ত হাতির আতঙ্কে থাকতে হচ্ছে এলাকার মানুষকে। সেই ধারাবাহিকতায় এদিন জঙ্গল ছেড়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় হানা দিল দলছুট দাঁতাল রামলাল।
এদিন দলছুট রামলাল ভোরে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের জঙ্গল এলাকা থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর গ্রামের কাছে নদীর পাড় বেয়ে ওঠে।পরে পিড়াশিমূল, টোপগেড়িয়া বাকড়া হয়ে জঙ্গলে প্রবেশ করে বলে জানা গেছে।হাতিটি গ্রামগুলো পার হওয়ার সময় পিড়াশিমূল গ্রামের একটি মাটির বাড়ি ভেঙ্গে একটি চালের বস্তা খাওয়ার পাশাপাশি বেশকিছু জিনিসপত্র ক্ষয়ক্ষতি করে।।