আগামী ১৫ই অক্টোবর ভারতের বাজারে আসছে OnePlus 9RT
JJM TECH DESK: ভারতের বাজারে আসছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 9RT। কোম্পানির কো-ফাউন্ডার পেট লাউ (Pete Lau) একটি উইবো (Weibo) পোস্টে এই স্মার্টফোনটির একটি টিজার প্রকাশ করে জল্পনার নিশ্চিত প্রকাশ করেছেন। এই স্মার্টফোনটি আপাতত এখন ভারত ও চীনের বাজারে পাওয়া যাবে।
OnePlus 9RT এর সম্ভাব্য স্পেশিফিকেশন
OnePlus 9R স্মার্টফোনটিতে থাকবে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১২ কাস্টম স্কিনে রান করতে পারে। ক্যামেরা থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ (Sony IMX766) সেন্সর, ১৬ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স, ও ২ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সহিত থাকবে ৪,৫০০ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এই স্মার্টফোনটি ব্লু, ডার্ক ম্যাটার, সিলভার কালারে পাওয়া যাবে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটির দাম হতে পারে প্রায় ২৩,৩৫০-৩৪,৮০০ টাকার মধ্যে।