সবার চোখে ধুলো দিয়ে ঝাড়গ্রাম ডিয়ারপার্ক থেকে পালিয়ে গেলো চিতাবাঘ অশ্বিনী
জোহার জঙ্গলমহল: সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে সবার চোখে ধুলো দিয়ে ঝাড়গ্রাম ডিয়ারপার্ক থেকে পালিয়ে গেলো চিতাবাঘ অশ্বিনী। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই চিতাবাঘটির। যার জেরে আতঙ্কে রয়েছেন গোটা এলাকাবাসী।
চিতার খাঁচায় অনেক সিসিটিভি থাকা সত্ত্বেও এবং নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে ওই চিতাবাঘটি খাঁচা থেকে বাইরে পালিয়ে গেল সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এদিকে ওই ডিয়ারপার্কটি এখনো বনফতরের অধীনে রয়েছে। বনদফতর থেকে মাইকিং ও জোরদার সর্তকতামূলক প্রচার চালানো হচ্ছে।