শুরু হলো বেলপাহাড়ি সুপার লীগ
সুদীপ পাল : ইংরেজি ২৭ তারিখ বেল পাহাড়ি সুপার লীগ (BSL) এর শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাল শুক্র বার বেল পাহাড়ি হাই স্কুল মাঠে উদ্ভোধন হলো বেল পাহাড়ি সুপার লিগের ।
BINPUR BLUSTER BOYS vs JIBINDIP warriors এর মধ্যে । এই খেলায় জয় লাভ করে JIBONDIP WARRIOUS। বেল পাহাড়ি এলাকার একমাত্র জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট এই বি এস এল লীগ।
গত বছর শুরু হয় এই লীগ কিন্তু মাত্র এক বছরেই জনপ্রিয় হয়ে উঠে এই লীগ । কালকের খেলা দেখতে প্রচুর দর্শক উপস্থিত হয়।